সাড়ে দশ মাস বন্ধের পর বুধবার খুলে দেওয়া হয়েছে বগুড়ার উডবার্ন সরকারি গণগ্রন্থাগার।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৯ মার্চ গ্রন্থাগারটি বন্ধ ঘোষণা করা হয়। সে সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রন্থাগার বন্ধ রাখার কথা বলা হয়েছিল।
খুলে দেওয়ার পর প্রথম দিনেই গ্রন্থাগারে এসেছিলেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোতালেব হোসেন।
তিনি বলেন, ‘করোনার আগে নিয়মিত গ্রন্থাগারে বই পড়তে আসতাম। বন্ধ করে দেওয়ায় গত দশ মাস বাড়িতে পড়াশোনা করেছি। নতুন করে গ্রন্থাগার খুলে দেওয়ায় স্বস্তি পেয়েছি।’
সহকারী লাইব্রেরিয়ান আমির হোসেন জানান, করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য গ্রন্থাগার বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। তাই সব ধরনের পাঠকের কথা বিবেচনা করে গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, এতদিন বন্ধ থাকলেও গ্রন্থাগারের দাপ্তরিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। বিভিন্ন ধরনের প্রায় চুয়ান্ন হাজার বই রয়েছে গ্রন্থাগারে। এসব বইয়ের বেশিরভাগ পাঠকই শিক্ষার্থী।
গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, করোনার আগে এ গ্রন্থাগারে দৈনিক গড়ে ৫০০ থেকে ৬০০ জন পাঠক নিয়মিত বই পড়তে আসতেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু পাঠক। দৈনিক পত্রিকা রাখা হয় ১৩টি; যা গত দশ মাসে কেউ পড়তেও পারেনি। গণগ্রন্থাগারের ভেতরে দেখা যায় দশ মাসের দৈনিক পত্রিকাগুলো নতুন অবস্থায় বস্তাবন্দি রয়েছে।
মো. আমির হোসেন বলেন, ‘পাঠকরা বিভিন্ন সময়ে খোঁজ নিয়েছেন কবে গণগ্রন্থাগার খুলবে, কবে থেকে আবার পছন্দের বই পড়তে পারবেন। আজ থেকে পাঠকদের সেই অপেক্ষা শেষ হচ্ছে।’
এছাড়া পত্রিকাগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।