হত্যা, নারী ও শিশু নির্যাতন, হত্যাচেষ্টা, মাদক, প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিরা ফেরারি। কিন্তু কিছুতেই এসব ভয়ংকর ‘অপরাধী’কে জালে আটকাতে পারছে না পুলিশ। এ অবস্থায় আসামিদের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছে ঢাকা জেলার দুই থানা-পুলিশ।
পোস্টে আসামিদের নাম, পরিচয় ও মামলার নম্বর তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে তাদের ধরে দিতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
এক সপ্তাহ ধরে ঢাকার ধামরাই ও আশুলিয়া থানার ফেসবুক পেজে সাজাপ্রাপ্ত ফেরারি আসামিদের নামের তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। আসামিদের তথ্য পেতে অফিসার ইনচার্জ, দুই পরিদর্শকসহ ডিউটি অফিসারের ফোন নম্বর দেয়া হচ্ছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, ‘এদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এই ওয়ারেন্টগুলা আমরা তামিল করার জন্য ওটা দিছি। মানে এদেরকে পাইলে আমরা অ্যারেস্ট করব। এরা আত্মগোপনে আছে। এটা দেয়ার অর্থ হচ্ছে, আমাদের সব অফিসাররা যখন ডিউটি করে, তখন এটা দেখে নিবে।
ধরেন একেকজন একেক এলাকায় ডিউটি করে। তার কাছে তো সবগুলা ওয়ারেন্ট থাকে না। ফেসবুকে থাকলে যখন তখন বের করে দেখতে পারল। এটা আমাদের একটা পলিসি। এটা অলরেডি ঢাকা জেলায় সব জায়গায় পাবেন। এটা একটা চলমান প্রক্রিয়া। মিটিংয়ের মাধ্যমে নির্দেশ দেয়া আছে।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ‘প্রসেসটা মাত্র শুরু হলো। এটার সুফল পাচ্ছি আমরা।’