দুই দশক পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের রোরো ফেরি দিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। কয়েকটি প্রাইভেট কার নিয়ে কাজিরহাট ঘাটের উদ্দেশে ছেড়ে যায় নৌযানটি। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রধান নির্বাহী প্রকৌশলী মহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার, আরিচা কার্যলয়ের প্রধান প্রকৌশলী নিজাম পাঠান ও বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমানসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
নাব্য সংকটের কারণে ২০০১ সালে আরিচা থেকে পাটুরিয়ায় স্থানান্তর করা হয় ফেরি সার্ভিস। গত নভেম্বরে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নৌরুট সচল করতে উদ্যোগ নেয়া হয়। এরইমধ্যে ড্রেজিং করে দূর করা হয়েছে নাব্য সংকট। নির্মাণ করা হয়েছে অ্যাপ্রোচ সড়ক। সম্পন্ন হয়েছে উভয়ঘাটে ফেরি ভেড়ানোর জন্য পন্টুন স্থাপনসহ সব প্রস্তুতি।চলতি মাসের যে কোনোও সময় আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।