চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
উপজেলার খুদিয়াখালী গ্রামে বুধবার দুপুরে অভিযান চালিয়ে সাড়ে তিনশ লিটার রেকটিফাইড স্পিরিট ও একশ গ্রাম গাঁজাসহ সৌরভ দাস নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সৌরভের বাড়ি খুদিয়াখালীর শ্মশানঘাট পাড়ায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়ত উল্লাহ নিউজবাংলাকে জানান, মাদক কেনাবেচার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সহযোগিতায় তারা অভিযান চালান। সৌরভকে আটক করা গেলেও তার স্ত্রী আরতি দাস কৌশলে পালিয়ে যায়। পরে তাদের ঘর থেকে রেকটিফাইড স্পিরিট ও গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকের পর সৌরভকে আলমডাঙ্গা থানায় দেয়া হয়েছে। মাদক আইনে একটি মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই এলাকার চিহ্নিত মাদককারবারি।
সম্প্রতি বগুড়ায় রেকটিফাইড স্পিরিট পান করে ১৬ জনের মৃত্যু হয়। যদিও পুলিশ বলছে, বিষাক্ত মদ্যপান করে মারা গেছে আটজন।
এই ঘটনায় সোমবার রাতে তিনজনের নামে মামলা হয়। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে। আটক দেখিয়েছে একজনকে।