সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল ফয়েজ ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তাকে মাঠ থেকে সরাতে নানাভাবে চাপ সৃষ্টি করেন।’
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফয়েজ ভূঁইয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, কেন্দ্রীয় সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ এনে পদত্যাগ করেছেন।
রায়পুর উপজেলা প্রেসক্লাবে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলেও ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তাকে মাঠ থেকে সরাতে নানাভাবে চাপ সৃষ্টি করেন।’
এ ছাড়া লক্ষ্মীপুর জেলা বিএনপির লক্ষ্য নির্ধারণে উদাসীনতা, আত্মীয়করণ এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ করেন তিনি।
জেলা বিএনপির দ্বন্দ্ব ও গ্রুপিং নিরসনে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন তিনি।