যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।নিহতরা হলেন ২৬ বছর বয়সী আল আমিন ও ২৪ বছরের ইয়াছিন।
উপজেলার চারাভিটায় যশোর-নড়াইল মহাসড়কে বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ইয়াছিন যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে।আহত সাব্বির একই গ্রামের জুলফিকার আলীর ছেলে ও কাবিল শেখ একই এলাকার আমানত শেখের ছেলে।
নিহত আল আমিনের আত্মীয় সবুজ হোসেন জানান, আল আমিন মোটরসাইকেলে নড়াইল থেকে যশোরে আসছিলেন। বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ইয়াছিন, কাবিল ও সাব্বির যাচ্ছিলেন। চাড়াভিটা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। ইয়াছিনকে খুলনা মেডিক্যালে নেয়ার পথে রাজারহাটে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বির ও কাবিল। অবশ্য সাব্বির শঙ্কামুক্ত নন।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘শুনেছি হাসপাতালে নেওয়ার পর এক জন এবং অপরজন খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা গেছে।’