ঢাকার সাভারে অভিযান চালিয়ে জাল শিক্ষা সনদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের দুজনকে আটক করেছে র্যাব। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ সময় তাদের কাছ থেকে জাল সনদ তৈরির বেশ কিছু সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে র্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার দিবাগত রাতে তাদের আটক করে র্যাব-৪ এর একটি বিশেষ দল। আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধার রবিউল আলম ও দিনাজপুরের বেল্লাল হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়া থানাধীন এলাকায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সনদ তৈরির গোপন সংবাদ পায় র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে মৌসুমি ফোন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান থেকে দুটি ভুয়া এইচএসসি সার্টিফিকেট ও শিক্ষা বোর্ডের ভুয়া সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ১৫টি খালি কাগজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় জাল সনদ তৈরিতে ব্যবহৃত একটি মনিটর, স্ক্যানার, কালার প্রিন্টার, সিপিইউ ও পেনড্রাইভ। এ সময় আটক করা হয় জাল সনদ তৈরি চক্রের দুজনকে।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল নিউজবাংলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল সনদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন। তারা অর্থের লোভে দীর্ঘ দিন ধরেই এই কাজ করে আসছিলেন। মঙ্গলবার তাদের আশুলিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে র্যাব। একই সঙ্গে চক্রের সদস্যদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।