সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন রাফিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
আটকরা হলেন-ঘাগটিয়া গ্রামের ফয়সাল আহমদ, আনহারুল ইসলাম, তাহির হোসেন ও মাসরিবুল ইসলাম।
পুলিশ সুপার মিজানুর নিউজবাংলাকে জানান, কামালকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার ভোররাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাহিরপুর থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর দুপুরে পাঁচ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় অভিযোগ করেছেন সাংবাদিক কামাল হোসেন রাফি।
এদিকে, সংবাদ সংগ্রহে গিয়ে কামালের নির্যাতিত হওয়ার ঘটনার প্রতিবাদে দুপুরে শহরের আলফাত স্কয়ার উদ্দিন রোড এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
তাহিরপুরের যাদুকাটা নদীতে সোমবার দুপুরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে গেলে মারধরের শিকার হন জাতীয় দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি। তাকে নদীর পাশের ঘাগটিয়া চকবাজারে নিয়ে গাছে বেঁধে মারধর করা হয়।
সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে আলোচনায় আসে ঘটনাটি।