বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আখ দেওয়ার সিরিয়াল নিয়ে বাগ্‌বিতণ্ডায় ট্রলিচালককে হত্যা

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৮

পুলিশ জানায়, মিলে আখ দেওয়ার সিরিয়াল নিয়ে সুরেশের সঙ্গে আরেক ট্রলিচালক আব্দুর রহিমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহিম ও তার ছেলে সোহাগ আখ দিয়ে বেধড়ক পিটিয়ে সুরেশকে জখম করেন।

ঠাকুরগাঁও সুগার মিলে আখ দেওয়ার সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে ট্রলিচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে ডিজেলচালিত পাওয়ার ট্রলিতে করে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসেন চালক সুরেশ চন্দ্র রায়।

তিনি জানান, মিলে আখ দেওয়ার সিরিয়াল নিয়ে সুরেশের সঙ্গে আরেক ট্রলিচালক আব্দুর রহিমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহিম ও তার ছেলে সোহাগ আখ দিয়ে বেধড়ক পিটিয়ে সুরেশকে জখম করেন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি তানভিরুল।

নিহত সুরেশ (৫৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্রনাথ রায়ের ছেলে।

এ বিভাগের আরো খবর