বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেলনা ভেবে শিশুর হাতে ককটেল, বিস্ফোরণে উড়ল কবজি

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৩৯

আহত মহরমী আক্তার মায়ার বয়স ১১ বছর। তার ছোট বোন তিন বছর বয়সী মারিয়া খাতুন।  তারা পৌর এলাকার গনকা উত্তর পাড়ার আশরাফুল হকের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা বিদিরপুর মহল্লায় খেলনা ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। এর মধ্যে এক শিশুর হাতের কবজি উড়ে গেছে।

সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে নিউজবাংলাকে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

আহত মহরমী আক্তার মায়ার বয়স ১১ বছর। তার ছোট বোন তিন বছর বয়সী মারিয়া খাতুন। তারা পৌর এলাকার গনকা উত্তর পাড়ার আশরাফুল হকের মেয়ে।

বিস্ফোরণে মায়ার ডান হাতের কবজি উড়ে গেছে। মায়া গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

আশরাফুল হকের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মইফুল ইসলাম জানান, বিকেলে বাড়ির পাশেই খেলছিল শিশুরা। হঠাৎ বিস্ফোরণ হয়।

তিনি জানান, মায়া ও মারিয়াকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নহিদ আহমেহ জানান, মারিয়ার ডান হাতের কবজি (যেখানে হাতঘড়ি পড়া হয়) বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে কিছু চামড়া ঝুলে ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব জানান, কারা ককটেল ফেলে রেখেছিল তা জানতে ওই এলাকায় পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর