ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুল বন্ধ থাকায় প্রতিদিন সকালে সে প্রাইভেট পড়তে যায়। সোমবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার কামতাল এলাকায় ওই যুবক তার পথ আটকে যৌন হয়রানি করেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এলাকায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবকের নামে বন্দর থানায় মামলা হয়েছে।
সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন ছাত্রীর বাবা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা নিউজবাংলাকে জানান, মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুল বন্ধ থাকায় প্রতিদিন সকালে সে প্রাইভেট পড়তে যায়। সোমবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার কামতাল এলাকায় ওই যুবক তার পথ আটকে যৌন হয়রানি করেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে তাকে উদ্ধার করে। তবে যুবক পালিয়ে যান।