নরসিংদীতে চাপাতির আঘাতে গুরুতর আহত এক বৃদ্ধার হাসপাতালে মৃত্যু হয়েছে। তার নাম আমিরজান।
সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে আগের দিন তার নাতি মোশাররফ অনিক চাপাতি দিয়ে আমিরজানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আমিরজানের স্বামীও রক্তাক্ত জখম হন।
নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে রোববার সকালে হামলার এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা নিউজবাংলাকে জানান, আমিরজান ও হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমিরজানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার দুপুরে সেখানে আমিরজানের মৃত্যু হয়।
জানতে চাইলে হোসেন আলী বলেন, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে তার নাতি নানাভাবে অত্যাচার করে আসছিল। রোববার সকালে ছেলে রফিকুলের স্ত্রী হাফেজাসহ নাতি মোশাররফ দলবল নিয়ে আমিরজানকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মোশাররফ চাপাতি দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।