বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলার আড়তে বিষধর সাপ

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১২

সোমবার সকালে ওই কলার আড়ৎ থেকে বিরল প্রজাতির সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি কলার আড়ত থেকে লালডোরা নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। বিরল প্রজাতির সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সাপটি ওরাল সাপ ও লালডোরা নামেও পরিচিত। এর ইংরেজি নাম রেড নেক ডিলব্যাক, বৈজ্ঞানিক নাম রেডডোরা ফিস সাবমিনিয়েটাস। সাপটিকে এখন আর সচরাচর দেখা যায় না।

সজল দেব নিউজবাংলাকে জানান, শ্রীমঙ্গলের কোনো একটি বাগান থেকে কলার সঙ্গে সাপটি আড়তে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা সাপটি দেখে খবর দিলে তিনি গিয়ে সাপটি উদ্ধার করেন।

বর্তমানে এমন বিষধর লালডোরা সাপ সিলেট ও চট্টগ্রামের বনে মাঝেমধ্যে পাওয়া যায় বলে জানান সজল।

বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সজল আরও জানান, সাপটির বিষের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যায় না।

এ বিভাগের আরো খবর