বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:২০

ঘোড়াঘাট থানার ওসি জানান, আদিবাসী ওই কিশোরীর সঙ্গে প্রায় দেড় বছর আগে রাজু নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। রাজু পরিচয়ে তাকে বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে আরেক যুবক ও তার দুই বন্ধু।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর সোমবার সকালে তোলা হয়েছে আদালতে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে জবানবন্দির জন্য আসামিদের নেয়া হয়েছে।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় ওই কিশোরীর মা তাকে নিয়ে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বরাত দিয়ে ওসি জানান, আদিবাসী ওই কিশোরীর সঙ্গে প্রায় দেড় বছর আগে রাজু নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। রাজু পরিচয় দিয়ে কয়েকদিন ধরে ওই কিশোরীর সঙ্গে ফোনে কথা বলতেন আরেক যুবক। ওই যুবকই গত শনিবার মধ্যরাতে কিশোরীকে বাড়ির পাশের একটি বাগানে ডেকে নেয়।

সেখানে গিয়ে রাজুকে না দেখে কিশোরী চিৎকার শুরু করে। তাকে রাতভর সেখানে আটকে রেখে ধর্ষণ করে রাজু পরিচয় দেয়া ওই যুবক ও তার দুই বন্ধু। পরদিন সকালে ওই বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার মা।

নিউজবাংলাকে কিশোরীর মা জানান, ধর্ষণের পর তার মেয়েকে হুমকিও দেয় অভিযুক্ত তিন জন। ওসি আজিম উদ্দিন বলেন, ‘মামলাটি আমি নিজেই তদন্ত করছি এবং এই ঘটনার বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং ভিকটিমের আসল প্রেমিক রাজুর সঙ্গে এই তিন আসামির কোনো সম্পর্ক আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।’

ওসি জানান, ওই কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তদন্তের জন্য আসামিদের ডিএনএ পরীক্ষাও করানো হবে।

এ বিভাগের আরো খবর