সুনামগঞ্জে সামরান হত্যার আট বছর পর তাজউদ্দিন নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু রোববার বিকেলে এ রায় দেন।
রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৫৪ বছর বয়সের তাজ উদ্দিনকে ৫০ হাজার টাকার অর্থদণ্ডও দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, এ মামলায় অন্য ছয় আসামি গিয়াস উদ্দিন, ফরহাদ মিয়া, আবুল কালাম, হাসান মিয়া, খুরশিদ আলম ও উজ্জ্বল মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা য়ায়, ২০১৩ সালের ৯ মে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ২৬ বছরের যুবক সামরানকে পূর্ববিরোধের জেরে একই গ্রামের তাজ উদ্দিনসহ কয়েক জন ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।হত্যার পর দিন সামরানের মা হাওয়ারুন নেছা তাজ উদ্দিনকে প্রধান আসামি করে সাত জনের নামে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।পুলিশ তদন্ত শেষে সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।অতিরিক্ত পিপি সোহেল আহমদ জানান, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।