ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার মধ্যরাতে একটি ট্রাক থেকে ২৯ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়।
আটক দুজন হলেন চট্টগ্রাম হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মো. শাহীন ও একই এলাকার জহির আহমেদ।
রোববার সকালে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ঢাকা চট্টগ্রাম-মহাসড়ক দিয়ে ইয়াবা পাচার হবে। সে অনুযায়ী কুমিল্লার দক্ষিণ থানার উত্তর রামপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এরপর শুঁটকি বহনকারী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় দুই জনকে আটক ও মাদক পাচারের কাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়। আটক জহির মাদক কারবারি ও শাহীন ট্রাকচালক।
তিনি আরও জানান, আটক দুই জনকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।