ট্রেনটি ভানুগাছ থেকে শ্রীমঙ্গল যাবার সময় মেয়েটিকে অন্ধকার এক কক্ষে নিয়ে ধর্ষণ করে এক যুবক। এ সময় তার চিৎকারে যাত্রীরা এগিয়ে এলে ওই যুবক পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে দেয়া হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানায় শনিবার বিকেলে মামলা করেন ওই তরুণী।
মামলায় বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইলে, দূর সম্পর্কের এক নানার সঙ্গে ওঠেন ওই তরুণী। ট্রেনটি ভানুগাছ থেকে শ্রীমঙ্গল যাবার সময় মেয়েটিকে অন্ধকার এক কক্ষে নিয়ে ধর্ষণ করে এক যুবক। এ সময় তার চিৎকারে যাত্রীরা এগিয়ে এলে ওই যুবক পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে পুলিশে দেয়া হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিউজবাংলাকে জানান, ধর্ষণ মামলায় পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।