বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিরুলিয়ায় খামারে আগুন, পুড়ল কয়েকশ মুরগি

  •    
  • ৩০ জানুয়ারি, ২০২১ ১৬:২৮

খামার মালিক বলেন, ‘এডা পরিকল্পিত ভাবে আগুন লাগায় দিয়া পুড়ছে। টিনের চাল আর নলি বাশের বেড়া দেয়া আছিল। ২৪ দিন বয়সের ১৫’শ মুরগি মইরা গেছে। পুরা ফারামটাও পুইড়া গেছে।'

সাভারের বিরুলিয়ায় একটি পোল্ট্রি খামারে লাগা আগুনে অন্তত দেড় হাজার মুরগি পুড়ে মরেছে বলে দাবি করেছেন খামার মালিক। তার অভিযোগ, পরিকল্পিতভাবে দেয়া হয়েছে এই আগুন। অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

বিরুলিয়ার ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকায় শুক্রবার রাতে এখলাছুর রহমানের খামারে এই ঘটনা ঘটে।

এখলাছুর বলেন, ‘ফারামের এই ব্যবসাটা আমি করি পরায় ১৮ থেকে ২০ বছর ধইরা। ফারাম থাইকা গত রাইত পৌনে ১২টার দিকে বাসায় গেছি। আমি ফারাম পাহাড়াও দেই না। পরে ফারামের বেড়ায় মশাল দিয়া আগুন লাগায় দিছে।

‘এডা পরিকল্পিত ভাবে আগুন লাগায় দিয়া পুড়ছে। উপরে টিনের চাল আর নলি বাশের বেড়া দেয়া আছিল। ২৪ দিন বয়সের ১৫’শ মুরগি মইরা গেছে। পুরা ফারামটাও পুইড়া গেছে। পরায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হইছে আমার।’

কারা আগুন দিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটাইতো খুঁইজা পাইতাছি না। কারো সঙ্গে আমার দ্বন্দ্ব ঝগড়া হয় নাই। ব্যবসা নিয়াও কোনো ঝামেলা হয় নাই। যারা পুড়ছে আল্লায় তাদের মুখ দিয়া একদিন বের করব সব। আমি থানায় অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ করছি।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, আগুন দিয়ে ফার্মের মুরগি পুড়িয়ে দেয়ার অভিযোগ তিনি পেয়েছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তে করে জানানো হবে।

এ বিভাগের আরো খবর