বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বীর শহিদ মোয়াজ্জেম হোসেনের জন্মস্থান আগুনে পুড়ে ছাই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জানুয়ারি, ২০২১ ২০:৪২

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে ৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আগুনে পুড়ে গেছে স্বাধীনতা যুদ্ধে বীর শহিদ ও আগরতলা ষড়যন্ত্রের দুই নম্বর আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পিরোজপুরের স্মৃতিবিজড়িত বাড়ি। সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা এলাকায় শুক্রবার ভোরে এই আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে ৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

শহিদ মোয়াজ্জেম হোসেনের ভাই মাহমুদুর রহমান টুনু বলেন, ‘ফজরের নামাজের পরে আমরা হাঁটতে বের হই। রাস্তায় খবর পাই বাড়িতে আগুন লেগেছে। দমকল বাহিনীকে খবর দিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।’

স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম শিকদার বলেন,‘শহিদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের শতবর্ষী বাড়িটি পুনর্নির্মাণ করে যেন স্মৃতি জাদুঘর তৈরি করা হয় সে জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

১৯৬৭ সালের আগরতলা মামলার দুই নম্বর আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরে পাকিস্তানি সেনারা তাঁর এলিফ্যান্ট রোডের বাসায় হত্যা করে। পরে মরদেহ সামরিক জীপের পিছনে বেঁধে টেনে নেয়া হয়েছিল ঢাকা সেনানিবাসে। মোয়াজ্জেম হোসেনের মরদেহের সন্ধান আজও পায়নি স্বজনেরা।

শহীদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন।

এ বিভাগের আরো খবর