বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জানুয়ারি, ২০২১ ১৮:৪০

'বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য শুক্রবার সকাল ১০ টার দিকে গাবুড়া নেছাব উদ্দিন বাজারে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়া একটি সালিশের আয়োজন করেন। সালিশে বার বার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন বাহাদুরের লোকজন। এক পর্যায়ে বৈঠকটি পণ্ড হয়ে যায়। বেলা ১ টার দিকে বাহাদুর তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাবাকে পেটাতে থাকে।'

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের প্রামানিক গাবুড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ সাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

নিহতের ছেলে গফুর বাদশা নিউজবাংলাকে বলেন, ‘গাবুড়া গ্রামের মৃত বাজেদ ক্বারীর ছেলে বাহাদুর মিয়ার সঙ্গে আমার বাবার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মামলাও চলছিল। ওই মামলাগুলোতে বাহাদুর মিয়া বার বার হেরে গেছেন। তবুও সে বিভিন্নভাবে ডিস্টার্ব করে।

বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য শুক্রবার সকাল ১০ টার দিকে গাবুড়া নেছাব উদ্দিন বাজারে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়া একটি সালিশের আয়োজন করেন। সালিশে আমরা উপস্থিত ছিলাম। বৈঠকে বার বার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন বাহাদুরের লোকজন। এক পর্যায়ে বৈঠকটি পণ্ড হয়ে যায়। বেলা ১ টার দিকে বাহাদুর তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাবাকে পেটাতে থাকে। এতে বাবা গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পীরগাছা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ কুমার রায় নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ফোর্সসহ সেখানে যাই। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর