নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার বিএনপির জয় হয়েছে। নির্বাচনে সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়াসহ আটটা পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েলসহ ছয়টি পদে প্রার্থীরা জয় লাভ করেন।
বৃহস্পতিবার ভোট গণনার পর শুক্রবার ভোর ৪টায় নির্বাচন কমিশনার আইনজীবী এ জেড এম ফারুক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জামাত-বিএনপির নীল প্যানেলের জয়ী অন্য প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুল ওয়াদুদ, সহসভাপতি পদে এনামুল হক হাজারী, সহ-সেক্রেটারি পদে বেলাল উদ্দিন, ট্রেজারার পদে মিয়া মাসুদ সিরাজি, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ওমর ফারুখ রুবেল এবং সদস্য হিসেবে মোসলেম উদ্দিন, মিনার ইসলাম ও আমির হোসেন আকবর।
আওয়ামী লীগের সাদা প্যানেলের বাকি বিজয়ীরা হচ্ছেন সহসভাপতি পদে কামাল উদ্দিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আকবর হোসেন শাহাদাত, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে শহিদ উল্লাহ সুজন এবং সদস্য পদে আবদুস সোবাহান মাসুদ হালদার ও মো. মেহেরাজ উদ্দিন।