চাঁদপুরের হরিনা ও বহরিয়া নামের দুইটি মাছ ঘাটে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, শুক্রবার সকালে দুইটি মাছ ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা বজায় রাখা, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।