চট্টগ্রামের আগ্রাবাদে নামাজ শেষে ফেরার পথে সীমানার দেয়াল ধসে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার দুপুর দুইটার আগ্রাবাদের ডেবারপাড়ের সীমানার একটি পুরনো দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ শহীদ উল্লাহ ও আল আমিন। শহীদ পিডিবির গাড়ি চালক ও আগ্রাবাদ পিডিবি অফিসে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আল আমিনের বাড়ি আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকায়।
দেয়াল ধসে আহতদের মধ্যে এক জন হলনে- রাকিব উদ্দিন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া আরেকজন আহতের নামও জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার দুপুর দুইটার দিকে জুমার নামাজ শেষে অন্যান্য মুসল্লিদের সঙ্গে ফিরছিলেন শহীদ ও আল আমিন। এ সময় আগ্রাবাদ ডেবার উত্তর পাড়ে সীমানার একটি পুরাতন দেয়াল ধসে পরে তাদের উপর। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগ্রাবাদ ডেবার পাড়ে দেয়ালধসের ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ও আল আমিনের মৃত্যু হয়। অপর দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
দুর্ঘটনায় পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
সীমানা দেওয়ালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের বিরোধপূর্ণ জায়গায় অবস্থিতে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস।