রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় মধ্যরাতে রহস্যজনক বিস্ফোরণে দুই জন দগ্ধ হয়েছেন।
থানার কুরগাঁও এলাকার আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া বাড়িতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ বিস্ফোরণ ঘটে।
রাতেই দগ্ধ যুবক নজরুল ইসলামকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহত আরেক তরুণী সামান্য পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তার পরিচয় এখনও জানা যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী নিউজবাংলাকে বলেন, ‘বোম্বিং করলে যে রকম হয়, সে রকম প্রত্যেকটা দরজা একদম ছুইটা পইড়ে গেছে। আশপাশের বিল্ডিংয়ের গ্লাস ফাইটা গেছে।
‘পুরা রুমে যদি আগুন হয়, তাহলে পুরা রুম পুইড়া শেষ হওয়ার কথা। পুড়ছে হলো চাদর, কাপড়। রুমের কিন্তু অন্য জিনিস খ্যাতা, বালিশ ওই রকমভাবে পুড়ে নাই। ঘরে একটা গ্যাস সিলিন্ডার আছে। কিন্তু সেটারও কিছু হয় নাই।’
স্থানীয় মেম্বার শফিউল আলম সোহাগ নিউজবাংলাকে বলেন, ‘রুমের মধ্যে গ্যাস হইয়া আছিল। ওই বিড়ি-সিগারেট খাইবার লাইগা আগুন-টাগুন ধরাইছে। ওহানে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটছে আর কী।’
তিনি জানান, নজরুল ওই ঘর একাই ভাড়া নিয়ে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মেয়েটিকে এনেছিলেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এসআই জানান, তারা বুঝতে পারছেন না কীভাবে, কী বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে তারা নিশ্চিত। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইন্টেলিজেন্স টিমকে খবর দেয়া হয়েছে।