বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২২:২১

রায়ে অর্থদণ্ড আদায়ের জন্য আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনের এক লক্ষ টাকার সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে কক্সবাজারের জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।

কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা বৃহস্পতিবার এ রায় দেন।

অর্থদণ্ড আদায়ের পর ধর্ষণেল শিকারকে তা ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন তিনি রামুর রশিদনগর ইউনিয়নের পানির ছরা, বড় গ্যারেজ এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ অক্টোবর বড় গ্যারেজ এলাকার সরওয়ারের বাড়ির সামনে ছোট কালভার্টের পূর্ব পাশে মাত্র ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন আনোয়ার হোসেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রামু থানায় একটি মামলা করেন। ২০১৯ সালের ১১ মার্চ মামলার চার্জ গঠন করা হয়। মামলায় ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

রায়ে অর্থদণ্ড আদায়ের জন্য আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনের এক লক্ষ টাকার সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে কক্সবাজারের জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।

আসামির সম্পত্তি প্রকাশ্যে বিক্রি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ জমা দিতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর