বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস থেকে উদ্ধার বস্তাবন্দি ২০০টি কচ্ছপ

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২১:৪৩

তল্লাশি করে দুটি বস্তা থেকে ২০০টি দেশীয় কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলো কারা নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি।

যাত্রীদের চোখে পড়ে বাসের মাঝের দিকের সিটের নিচে থাকা বস্তায় নড়াচড়া। সন্দেহ তৈরি হয় তাদের মনে। চেকপোস্টে থামিয়ে পুলিশকে ডেকে আনা হয়। বস্তা খুলেই দেখা যায় কয়েকশ দেশীয় কচ্ছপ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাগুরার ঢাকা রোড এলাকায় মামুন পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশরাফুল আলম নিউজবাংলাকে এ তথ্য জানান।

ওসি আশরাফুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী মামুন পরিবহনের ওই বাসটিতে সিটের নিচে থাকা বস্তায় নড়াচড়া দেখে যাত্রীরা হইচই শুরু করে। ঢাকা রোড এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসচালককে থামতে বলেন। পুলিশ চেকপোস্টের সামনে বাসটি থামলে যাত্রীরাই নেমে হাইওয়ে পুলিশদের ডেকে আনে।

তল্লাশি করে দুটি বস্তা থেকে ২০০টি দেশীয় কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলো কারা নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ওসি আশরাফুল আরও জানান, কচ্ছপগুলো থানায় আনা হয়েছে। তবে বস্তাবন্দী থাকার কারণে কয়েকটি কচ্ছপ মারা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কচ্ছপগুলোকে সংরক্ষণের জন্য খুলনা বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। তাদের পরামর্শে কচ্ছপগুলো স্থানীয় সিরিজদিয়া বাওর এলাকায় ছেড়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর