বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরায় যাচ্ছে ২৪ হাজার টিকা

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ২১:১০

সিভিল সার্জন জানান, মাগুরায় মোট ২৪০০ ভায়াল আসবে। যেখানে প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। প্রথম পর্যায়ে এই টিকা সবাইকে দেয়া হচ্ছে না। শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধনকৃত ব্যক্তিরাই এই টিকা পাবেন।’

মাগুরায় করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ২৪ হাজার টিকা আসছে বলে জানিয়েছে জেলার সিভিল সার্জন শহিদুল দেওয়ান। শুক্রবার বিকাল চারটায় এই টিকা আসবে।

সিভিল সার্জন জানান, মাগুরায় মোট ২৪০০ ভায়াল আসবে। যেখানে প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। প্রথম পর্যায়ে এই টিকা সবাইকে দেয়া হচ্ছে না। শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধনকৃত ব্যক্তিরাই এই টিকা পাবেন।’

তিনি আরও জানান, করোনার টিকা নিতে হলে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। ছয়টি শর্তে এই সম্মতিপত্রে স্বাক্ষর করেই গ্রহীতাকে টিকা নিতে হবে। যাদের অ্যালার্জি রয়েছে তাদের টিকা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। সেই সঙ্গে শর্তে রয়েছে যদি কারও শরীরে অন্য কোনো সমস্যা থাকে তবে তা আগেই পরীক্ষা করে জেনে নিতে হবে। করোনা টিকা নেওয়ার পর যদি জটিলতা তৈরি হয় তবে তার জন্য স্বাস্থ্য বিভাগ দায়ী থাকবে না।’

করোনা টিকা নিতে যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এসব শর্ত নিয়ে নিউজবাংলা কথা বলেছে মাগুরার সাধারণ মানুষদের সঙ্গে।

মাগুরা সদরের এক ফার্মেসীর মালিক রানা জানান, ‘টিকা তো নেয়া দরকার। কিন্তু শর্ত পূরণ করে সম্মতিপত্রে সই করে টিকা নিতে আগ্রহী নই।’

মাগুরা সদর হাসপাতালের সামনের এক চায়ের দোকানী নান্নু মিয়া নিউজবাংলা বলেন, ‘টিকা নিলি যদি এত শর্ত পূরণ করা লাগে তাহলে টিকা নিতি চাইনে। হাম, পোলিও রুবেলা টিকা ছাওয়ালগের দিছি, তাতে তো কোন সই করা লাগিনি।’

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘টিকা নিতে সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়ার কথা আমরা শুনেছি। এ জন্য সচেতনতা সৃষ্টি করা জরুরি। আমরা করোনা প্রতিরোধ কমিটি করোনা টিকা নিয়ে আগে পরীক্ষামূলকভাবে যাচাই করব। তারপর টিকা দেয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করব।’

এ বিভাগের আরো খবর