বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মাফ করা হয়েছে।
বুধবার শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে একটি প্রশাসনিক পত্র দেয়া হয়েছে।
শাস্তি মাফ পাওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম।
শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়, ‘বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।’
গত বছর ১ জানুয়ারি বেতন-ফি কমানো, আবাসন সংকট, শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে এক জন ছাত্র প্রতিনিধি থাকাসহ নানা দাবী নিয়ে আনন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের কারণে মোবারক হোসেন ও ইমামুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ৩১ ডিসেম্বরে তাদের উপর শৃঙ্খলা বোর্ডের আরোপিত শাস্তি মাফ করা হয়।