মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাড়ি নির্মাণের জন্য মাটিতে খুঁড়তে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক জন।
উপজেলার হাসাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রুবেল হোসেন ও শচীন মণ্ডল। রুবেল মধ্যহাসাড়া এলাকার বাসিন্দা, শচীনের বাড়ি সাতগাও এলাকায়। গুরুতর আহত আরেক শ্রমিক জিল্লু হোসেনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁইয়া নিউজবাংলাকে জানান, হাসাড়া এলাকার ইতালি প্রবাসী আফজাল হোসেনের বাড়ি নির্মাণের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকেরা। দুপুর গর্তের একপাশ ধসে পড়লে, তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আফজাল হোসেনকে আটক করেছে শ্রীনগর থানা-পুলিশ।