বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লক্ষ্মীপুরে ৫১৮ কোটি টাকার প্রকল্প উদ্বোধন কাদেরের

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১৭:৩২

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে তিনি (শেখ হাসিনা) যে অভিযাত্রা শুরু করেছেন, তার হাতকে শক্তিশালী করি।’

লক্ষ্মীপুরের সড়ক ও সেতুর উন্নয়নে ৫১৮ কোটি ৭৪ লাখ টাকার তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে তিনি (শেখ হাসিনা) যে অভিযাত্রা শুরু করেছেন, তার হাতকে শক্তিশালী করি। আমার বিশ্বাস, তার সাহসী ও বলিষ্ঠ মানবিক নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ আত্মপ্রত্যয়ী এক বাংলাদেশ।’

ওই সময় দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মানতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দল করলে শৃঙ্খলা মানতে হবে। বিশৃঙ্খলা ও খারাপ আচরণ সব উন্নয়ন ম্লান করে দেয়।’

অন্যায়, অপকর্ম ও বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয় জানিয়ে তিনি বলেন, ‘তাদের (বিশৃঙ্খলাকারী) দলে থাকার কোনো প্রয়োজন নেই।’

উদ্বোধন করা তিনটি প্রকল্প হলো লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে ৪৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে মান্দারী সেতু, দিঘলী সেতু, তেরবেকী সেতু, মন্ডলতলী সেতু নির্মাণ; ১০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের লক্ষ্মীপুর অংশের সাড়ে ১০ কিলোমিটার প্রশস্ত করা।

অন্য প্রকল্পটিতে ৩৬৯ কোটি ৪২ লাখ টাকায় লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক এবং লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়ক প্রশস্ত করা হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও অংশ নেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর।

সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শাজাহান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কুসহ অনেকে।

এ বিভাগের আরো খবর