স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নিউজবাংলাকে জানান, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ফেলতে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পিলকুনি পেয়ারা বাগান এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নিউজবাংলাকে জানান, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ফেলতে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।