নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।
থানার বিহারি ক্যাম্পের পকেট গেটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিউজবাংলাকে জানান, স্থানীয় কাউন্সিলর ও যুবলীগ সভাপতি মতিউর রহমানের সমর্থক পানি আক্তার এবং সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মণ্ডলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, গুরুতর আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন মো. সজল, কাওসার আলম ও মো. হেলাল।
তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে এই দুই পক্ষের মধ্যে কয়েক বার সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।