বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় ‘আল্লার দলের’ দুই সদস্য আটক

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১৪:১৫

র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা প্রায় পাঁচ বছর ধরে সংগঠনটির সঙ্গে যুক্ত।

খুলনার লবণচরা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

লবণচরার বান্দা বাজার এলাকা থেকে বুধবার তাদের আটক করা হয়। ওই দুই জন হলেন আলমগীর হোসেন ও কাউসার উদ্দিন সুমন।

র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা প্রায় পাঁচ বছর ধরে সংগঠনটির সঙ্গে যুক্ত।

এতে বলা হয়, দুই জনের মধ্যে আলমগীর হোসেন জ্বালানি কাঠের গুড়ার ব্যবসা করেন। ওই ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে দলীয় সভায় অংশ নেয়া, স্থানীয় লোকজনকে দাওয়াত দেয়া এবং বায়াত নিতে উৎসাহিত করত। সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হওয়ায় তিনি অন্য সদস্যদের সঙ্গে গোপনে সাক্ষাৎ ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

আরেক সদস্য কাউসার জানিয়েছেন, কাইয়ুম নামে এক জনের মাধ্যমে তিনি ওই সংগঠনে যোগ দেন। কাইয়ুম ও তার মাধ্যমে পরে অনেকে সংগঠনটিতে যোগ দিয়েছে। ওয়ার্কশপের কাজের পাশাপাশি তিনি জঙ্গি সংগঠনটির পক্ষে কাজ করতেন।

এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের আরো খবর