চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন সহিংসতায় আলাউদ্দিন নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে।
নিহতের বোন জাহানারা বেগম বুধবার রাত ১০টার দিকে রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে আলাউদ্দিনের বোন উল্লেখ করেন, ‘আমার ভাই সকালে নাশতা খেতে বের হয়। নাশতা করে তার কাজে যাওয়ার কথা ছিল। তার আগেই আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে লাটিম মার্কার সন্ত্রাসীরা।’
মামলার আসামিরা হলেন নগরীর ১৩ নম্বর (পাহাড়তলী) ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক মো. নাছির, সাইফুল ইসলাম, জজ মিয়া, মো. আকতার, মো. বিল্লাল, মো. সানু, মো. হেলাল, নাছির ওরফে কালা নাছির ও মো. ইমন।
ওই ওয়ার্ডের ফ্লোরাপাস রোডে ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে বুধবার সকালে সংঘর্ষ হয়। ভোট শুরুর পর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মাহমুদুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
ওই সময় আলাউদ্দিন গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিনকে নিজের সমর্থক বলে দাবি করেন বিদ্রোহী মাহমুদুর রহমান।
- আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় নিহত এক
আলাউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার ভোট চলাকালে ঝাউতলা এলাকায় রেললাইন অবরোধ করে রাখে মাহমুদুরের সমর্থকরা। এ সময় কেন্দ্রের বাইরে একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়।