রাজশাহীর বাগমারায় ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছেলেটির পরিবারের দাবি, তারা বিবাহিত।
রাজশাহী কলেজের ওই ছাত্রকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাগমারা প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ছেলেটির পরিবার। সেখানে ছেলেটির বাবা জানান, তাদের ছেলের সঙ্গে একই উপজেলার স্কুল পড়ুয়া মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের প্রমাণাদিও তাদের কাছে আছে।
গত অক্টোবরে বৌভাতের অনুষ্ঠানের পর থেকে তারা একসঙ্গে থাকা শুরু করে। তবে সপ্তাহখানেক আগে থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
দাম্পত্য কলহ সমাধানের জন্য মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ করে। সোমবার বিকেলে সমঝোতার জন্য উভয় পক্ষকে পুলিশ থানায় ডেকে ছেলেটিকে আটক করে হাজতে রেখে দেয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ নিউজবাংলাকে বলেন, বিয়ের বিষয়টি সঠিক নয়। মেয়েটির মা একটি ধর্ষণ মামলা করেছেন। আমরা জানতে পেরেছি ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তাকে নানাভাবে ফুসলিয়ে সে ধর্ষণ করে।
ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার মেয়েটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।