বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভ্যানচালক হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৩

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ২২:২৮

র‌্যাব জানায়, হামিদুলের অটোভ্যানটি জেলার সুন্দরগঞ্জে ১৬ হাজার টাকায় বিক্রি করে হত্যাকারীরা। অটোভ্যান ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মূল আসামি সাইদুর রহমানকে সুন্দরগঞ্জ থেকে বুধবার ভোরে গ্রেপ্তার করে তারা। পরে সাইদুরের দেয়া তথ্যে একই এলাকা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের চালক হামিদুল ইসলামকে হত্যা করা হয়েছিল। বুধবার ভোরে হত্যায় জড়িত তিন জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এই তথ্য মিলেছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারদহ গ্রামের সাইদুর রহমান,সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলাম এবং একই গ্রামের মো. হাসিফুল।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে নেমে র‌্যাব জানতে পারে নিহত হামিদুলের অটোভ্যানটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে জেলার সুন্দরগঞ্জে। এরপর অটোভ্যান ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মূল আসামি সাইদুর রহমানকে সুন্দরগঞ্জ থেকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে একই এলাকা থেকে হত্যায় জড়িত আরও দুই জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত ২৪ জানুয়ারি হামিদুলের ভ্যানে করে মহিমাগঞ্জ থেকে সাইদুর রহমান ও হাসিফুল রাখাল বুরুজ এলাকায় যায়। পরে রাত ৯টার দিকে চালক হামিদুল ইসলামকে বিস্কুটের মধ্যে চেতনানাশক মিশিয়ে তা খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মরদেহ বস্তাবন্দি করে পাশের ডোবায় থাকা কচুড়িপানার নিচে রেখে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। ওই রাতেই ছিনতাই করা অটোভ্যানটি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকার সাইফুল ইসলামের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করে সাইদুর ও হাসিফুল।

পরদিন ২৫ জানুয়ারি বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়া এলাকার ডোবার কচুড়িপানার নিচ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ পুলিশ। এ ঘটনায় নিহত হামিদুলের স্ত্রী মমতা বেগম গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান জানান, র‌্যাব তিন আসামিকে থানায় হস্তান্তর করেছে। বুধবার সন্ধ্যায় আদালতে তোলা হলে বিচারক পার্থ ভদ্র তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরো খবর