শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ফরহাদ মল্লিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নিউজবাংলাকে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
নিহত ফরহাদ মল্লিক তাহের মল্লিককান্দি গ্রামের তৈয়ব আলী মল্লিকের ছেলে।
আহত দিদার মুন্সি ও রেজাউল মল্লিকের অবস্থা আশংকজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজহারুল ইসলাম জানান, জুলহাস ব্যাপারী ও ফরহাদ মল্লিকের সঙ্গে দীর্ঘ দিন ধরে কৃষিজমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই জমিতে মাটি কাটা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুলহাস ব্যাপারী ও তার সমর্থকরা ফরহাদ মল্লিক ও তার লোকদের লক্ষ্য করে গুলি করে। ফরহাদ মল্লিক, দিদার মুন্সি, রেজাউল মল্লিক ও এনামুল মুন্সি গুলিবিদ্ধ হয়। তাদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ফরহাদ মল্লিককে মৃত ঘোষণা করেন। দিদার মুন্সি ও রেজাউল মল্লিককে ঢাকায় একটি হাসপাতালে পাঠানো হয়।
নিহত ফরহাদ মল্লিকের বাবা তৈয়ব আলী মল্লিক বলেন, ‘জলিল গোমস্তার আশকারায় জুলহাস ব্যাহারী (ব্যাপারী) আমাগো ক্ষেতি জমি দহল কইরা খাইতে চায়। মাদবররা মিমাংসা কইরা দিতে চাইলেও ওরা মানে নাই। হুদাহুদি গায়ের জোর আর ক্ষ্যামতা দ্যাহায়। এই জমির লিগ্যা অরা আমার পোলাডারে গুলি কইরা মাইরা হালাইছে।’
ঘটনার পর থেকেই জুলহাস ব্যাপারী ও জলিল গোমস্তা পলাতক।
এখনও থানায় মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।