দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. হেলাল নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৪৮ বছর বয়সী ওই হাজতির মৃত্যু হয়।
হেলালের বাড়ি জেলার বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামে। ১৫ জানুয়ারি তাকে ওই কারাগারে পাঠানো হয়।
তবে কী অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয় তা জানাতে পারেনি কারা কর্তৃপক্ষ।
দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন নিউজবাংলাকে জানান, ভোরে ফজরের নামাজ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল। পৌনে ছয়টায় দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।