বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদক কারবারে বাধা: নৈশপ্রহরী হত্যায় আরও তিন আসামি জেলে

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৫:২৩

দুর্গাপুর গ্রামের মাহতাব উদ্দিন মাতু ওই গ্রামের একটি খামারে কাজ করতেন। গত ৩ ডিসেম্বর রাতে বাড়ি থেকে খামারে যাবার সময় নিখোঁজ হন তিনি। ৪ ডিসেম্বর ভোরে মানিকখালী দশ কাহনিয়া বন্দের রেললাইনের পশ্চিম দিকের একটি জমিতে মাতুর মরদেহ পাওয়া যায়।

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি মৎস্য খামারের নৈশপ্রহরী মাহতাব উদ্দিন মাতু হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

তথ্য প্রযুক্তির সহায়তায় ২৫ জানুয়ারি ভোরে প্রথমে গ্রেপ্তার করা হয় মো. ফরহাদকে। তার দেয়া তথ্য অনুযায়ী পরদিন শহিদুজ্জামান সেলিম ও রইস উদ্দিন ওরফে লাইসুকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) শাহাদাত হোসেন।

তিনি জানান, কটিয়াদী উপজেলার দুর্গাপুর গ্রামের মাহতাব উদ্দিন মাতু ওই গ্রামের একটি খামারে কাজ করতেন। গত ৩ ডিসেম্বর রাতে বাড়ি থেকে খামারে যাবার সময় নিখোঁজ হন তিনি। ৪ ডিসেম্বর ভোরে মানিকখালী দশ কাহনিয়া বন্দের রেললাইনের পশ্চিম দিকের একটি জমিতে মাতুর মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মাতুর ছেলে নূর উদ্দিন অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

কটিয়াদী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গত ৭ ডিসেম্বর এ মামলায় দুই জনকে গ্রেপ্তার করে জেলে পাঠান।

তারা হলেন কটিয়াদী উপজেলার নিমক পুরুড়া গ্রামের বোরহান ও বনগ্রাম কর্মকার পাড়ার আব্দুর রহমান।

পিবিআইয়ের এসপি শাহদাত আসামিদের বরাত দিয়ে আরও জানান, মাছের খাবারের সঙ্গে গাঁজা এনে এলাকায় ব্যবসা করতেন গ্রেপ্তারকৃতরা। এর প্রতিবাদ করায় মাতুকে হত্যার পরিকল্পনা করা হয়। ৩ ডিসেম্বর রাতে মাতু খামারে গেলে আসামিরা সেখানে ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপায়। তার মৃত্যু নিশ্চিত হলে মরদেহ নৌকায় উঠিয়ে নিয়ে রেল লাইনের পাশে জমিতে ফেলে রাখে।

১৭ জানুয়ারি পিবিআই এসআই সুমন মিয়াকে তদন্তের দায়িত্ব দেয়। এসআই সুমন ভিকটিম মাতুর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও তিন জনকে গ্রেপ্তার করে।

কিশোরগঞ্জের-১ নম্বর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাসলিমা আক্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

এ বিভাগের আরো খবর