বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছবি তুলতে গিয়ে খুন হলেন শ্রমিক

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৭:৩৬

প্রাথমিক সুরতাহালে নিহতের মাথার পেছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড।

জরুরি কাজে ছবি তোলার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন শাহ আলম নামের এক শ্রমিক। এরপর পথে খুন হন।

মঙ্গলবার সকালে একটি ডোবায় মিলল তার রক্তাক্ত মরদেহ। মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পুলিশ বলছে, এটি একটি হত্যাকাণ্ড।

শাহ আলমের (৫৫) বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বাড়ি কানড়া গ্রামে। একই ইউনিয়নের মারকাজ মসজিদের পাশের একটি ডোবা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহ আলম স্থানীয় শহীদনগর সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের শ্রমিক ছিলেন।

তার ছেলে শাহেদ নিউজবাংলাকে জানান, জরুরি কাজে ছবি তোলার জন্য তার বাবা সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঘর থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

শাহেদ আরও জানান, মঙ্গলবার সকালে তার বাবার খোঁজে তিনি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে তার বাবার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তিনি তার বাবার মরদেহ সড়কের পাশের ডোবায় দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে পুলিশ শাহ আলমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহালে শাহ আলমের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর