চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত তানভীর সিকদার (২৪) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলার গন্ডামারা ইউনিয়নের আবু শমা শিকদারের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আজিজুল ইসলাম জানান, চেচুরিয়া এলাকায় চট্টগ্রামগামী অটোরিকশা ও কক্সবাজারগামী মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তানভীর আহত হন। উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আজিজুল জানান, দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান এর চালক।
আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার কোনো মামলা করবে না বলেও জানিয়েছেন ওসি।