বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লক্ষ্মীপুরে স্কুলে শিক্ষকের ইয়াবা সেবনের ভিডিও

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৬:০৮

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘শিক্ষকের ইয়াবা সেবনের ঘটনাটি কয়েক জন আমাকে জানিয়েছেন। পরিচালনা কমিটির বৈঠকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

কয়েক দিন ধরেই রাতের অন্ধকারে বিদ্যালয়ে যেতেন প্রধান শিক্ষক। নিজ কক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করতেন তিনি। তার এমন আচরণে সন্দেহ হয় স্থানীয়দের। সোমবার রাতে ওই শিক্ষককে চ্যালেঞ্জ করেন তারা। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ তাকে হাতেনাতে আটকের দাবি করেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘শিক্ষকের ইয়াবা সেবনের ঘটনাটি কয়েক জন আমাকে জানিয়েছেন। পরিচালনা কমিটির বৈঠকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছু দিন ধরে রাতে মোটরসাইকেলে এসে ওই শিক্ষক নিজ কক্ষে সময় কাটান। এতে সন্দেহ হয় এলাকাবাসীর। একপর্যায়ে তারা জানতে পারেন, ওই শিক্ষক সেখানে মাদক সেবন করেন। সোমবার এলাকাবাসী জোর করে তার কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে প্লাস্টিকের বোতল ও কর্কসহ ইয়াবা সেবনের সরঞ্জামাদি দেখা যায়।

এ বিষয়ে কথা বলতে ওই শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিভাগের আরো খবর