চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পাইলিংয়ের কাজ করতে গিয়ে মাথার ওপর পাইল পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশ অটো লিমিটেড নামের একটি গাড়ি তৈরির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহীন (৩২) গাইবান্ধার সাঘাটা উপজেলার মান্দুরা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, বাংলাদেশ অটো লিমিটেডে কাজ করার সময় পাইল পড়ে আহত হন শাহীন। উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।