মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন ভূমিহীনরা। ফেনীতে ১২৫টি ঘরের চাবি এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। তবে নতুন ঘরে এখনও বসবাস শুরু করেননি কেউ। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামে রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে ঘরগুলো প্রস্তুত করা। সেখানে সাইনবোর্ডে লেখা ‘মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’। গত ১৭ জানুয়ারি এ ঘরগুলোর চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনও ফাঁকা রয়েছে। এই ফাঁকা ঘরগুলোতে উপকারভোগীরা কবে উঠবেন, তা নিশ্চিত করতে পারেননি কেউ।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান নিউজবাংলাকে বলেন, নতুন বাড়িতে উঠতে উপকারভোগীরা প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে তো আর ওঠা যায় না। স্থায়ীভাবে বসবাস করতে হলে তো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে।
ফেনীতে ভূমিহীনরা নতুন বাড়ি পেয়েছেন উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামে। অচেনা এসব উপকারভোগীকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সরোয়ার আলম বলেন, ‘আমাদের পাশে সীমান্ত। অনেকে এখানে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। নতুন বাসিন্দারা যাতে কোনো অসামাজিক কার্যকলাপে জড়াতে না পারেন, সেদিকে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা বলেন, ‘যারা এখানে বসবাস করবেন, তাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। তবে তারা যেন স্থায়ী বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়েছেন ভূমিহীনরা।’
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য সীমান্ত ঘেঁষা ওই এলাকায় নজরদারি বাড়ানো হবে। পর্যায়ক্রমে তালিকাভুক্তদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।