নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জঙ্গি সন্দেহে এ যুবক কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছ তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
রোববার রাতে সোনারগাঁয়ের নানাব গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আরাফাত তানভীরের বাড়ি সোনারগাঁও উপজেলার নানাব গ্রামে। তিনি একজন মাদ্রাসা ছাত্র।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার রাতে নানাব গ্রাম থেকে র্যাব-৩ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে র্যাব তার বিরুদ্ধে মামলা করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরাফাত উগ্র ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।