চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিনের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ২টার দিকে ফিরিঙ্গীবাজারের আলকরণ মসজিদের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন সালাউদ্দিন।
হামলার জন্য তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লবের সমর্থকদের দায়ী করেছেন।
সালাউদ্দিন বলেন, ‘হামলাকারীরা আমার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বাসার ভেতরে নির্বাচনি অফিসে ভাঙচুর করা হয়েছে। হামলায় ১৫ থেকে ২০ জন অংশ নিয়েছে।‘এ সময় বিকট শব্দ শোনা যায়। সম্ভবত সেটি গুলি বা ককটেল বিস্ফোরণের শব্দ ছিল।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সমর্থকরা এই ধরনের হামলা করেনি। আমি এই হামলার জন্য প্রশাসনকে তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, হামলার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলেছি।
অভিযোগের বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার এক জন সমর্থক অভিযোগ করার জন্য সোমবার সকালে থানায় গেছেন।’