পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মারুফ হাওলাদার।
আহত আসামিরা হলেন কুমারখালী এলাকার হাসান সিকদার, শেখপাড়া এলাকার শাওন দাস।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, সদর থানার পুলিশ আসামি গ্রেপ্তার করতে কুমারখালী এলাকায় যায়। সেখান থেকে আসামি হাসান সিকদারকে গ্রেপ্তার করে থানায় আনার সময় আসামির লোকজন তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেপ্তার করে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তারেক আজিজুল্লাহ জানান, রাত ২টার দিকে আহত পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুই জন এখনও চিকিৎসাধীন আছেন। দুই আসামিও হাসপাতালে ভর্তি আছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।