বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২২:৪৮

পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত গ্যাংট্রাক ইঞ্জিন রংপুরে যাচ্ছিল। হঠাৎ ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেন।

রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান অভি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বদরগহ্জের ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে ।

অভি (২২) ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার নিউজবাংলাকে বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত গ্যাংট্রাক ইঞ্জিন রংপুরে যাচ্ছিল। হঠাৎ ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি কাটা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে ।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য চিকিৎসক সানাউল হক বলেন, হাসপাতালে আনার পর অভি মারা যান।

অভির বাবা নাজিম উদ্দিন জানান, অভি গত দশ বছর ধরে নানা রোগে ভুগছিলেন।

নাজিম উদ্দিন বলেন, ‘মেলাদিন ধরি অসুখ ছিল। রংপুর, ঢাকায় অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। তা ছাড়া তার এ্যাকনা মাথা খারাপ ছিল। কখন কী কয় বলা যায় না। শুনছি, টেনটা যখন আচচিল তখন নাকি ঝাঁপ দিচে। সেখানে কাটা পড়ে যায়।

তিনি বলেন, মোর ছৈলোক তোমরা কাটেন ( পোষ্ট মর্টেম) না। মোর কোনো অভিযোগ নাই। মুই মোর বাপোক নিয়ে যায়া মাটি দেইম।

রংপুর জিআরপির উপ পরিদর্শক মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, আমি হাসপাতালে এসেছি। এখানে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আছেন। কারো কোনো অভিযোগ নেই। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর