বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যা

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৫

ওসি জিল্লুর রহমান জানান, পরস্পরকে সন্দেহ করতেন এই দম্পতি । এনিয়ে প্রায়ই হত ঝগড়া। শনিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে মীমের গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যা করেন আরিফ।

রাজশাহীতে পরকীয়া সন্দেহে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নগরীর কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যার পর স্ত্রীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছিলেন স্বামী। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি।

নিহত গৃহবধুর নাম মিথিলা আক্তার মীম। অভিযুক্ত স্বামী মোহাম্মদ আরিফ পেশায় ইলেকট্রিশিয়ান।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, প্রায় ছয় বছর আগে আরিফ ও মীমের বিয়ে হয়। দুজনেরই বাবার বাড়ি একই এলাকায়। তাদের চার বছর বয়সের একটি কন্যা সন্তান আছে।

ওসি জানান, স্বামী-স্ত্রী দুজন দুজনকে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। আরিফ হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন শনিবার রাত ১০টার দিকে ঝগড়ার এক পর্যায়ে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে মীমকে হত্যা করেন তিনি। এরপর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে রাত চারটার দিকে ঘটনাস্থলে যাই। বেডরুম থেকে মীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। শুরুতে আরিফ দাবি করেছিলেন রাত আড়াইটার দিকে ঘুম ভাঙলে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি।’

ওসি আরও বলেন, ‘আরিফের কথায় সন্দেহ হলে অনুসন্ধান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় আরিফকে। সন্ধ্যায় আরিফ স্বীকার করেন তিনিই হত্যার পর ঝুলিয়ে রেখেছিলেন মীমকে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের মা লিপি বেগম কাটাখালী থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিভাগের আরো খবর