নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন রোববার বিকেলে ওই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
৫১ বছরের ওই আসামির বাড়ি পটুয়াখালী জেলার মওকরন গ্রামে। জালকুড়িতে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দশ বছরের ওই শিশুটি একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর বাবা মামলা করেছেন।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, ধর্ষণের চেষ্টার মামলায় গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। দশ বছরের ওই শিশুটি আদালতে ২২ ধারায় ঘটনার বর্ণনা দিয়েছে।